Adsence

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

আজকের আবহাওয়ার খবর কলকাতা ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ২৫ শে অক্টোবর

Weather update kolkata 

কলকাতা আকাশ জুড়ে মেঘ দেখতে পাচ্ছি

বর্তমান তাপমাত্রা ~ ৩২© কাছাকাছি।

আগামী ঘন্টাগুলোয় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে – বর্তমানে মেঘ থাকলেও পারে কিন্তু ৬টা থেকে রাতভর আকাশ সাধারণত খোলা বা 'মোস্টলি ক্লিয়ার' হবে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসবে – রাতের মাঝামাঝি সময়ে~২৬°C-এর মতো হতে পারে।

আজ কলকাতা এবং কলকাতা সংলগ্ন এরিয়ায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, তবে মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

আগামীকাল সারা দিনের একটা আপডেট: 

 দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা অথবা আংশিক মেঘ থাকবে। মাঝারি বা মোটা বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছে। দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা সামান্য থাকলেও বজ্রবিদ্যুৎসহ ঝড়র কোন সম্ভাবনা নেই আবাহ অফিসের আপডেট অনুযায়ী। তবে ভরে হালকা কুয়াশা বা মায়াবী মেঘ থাকা সম্ভবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগণায়। ভোরের কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম হতে পারে তাই গাড়ি চালানো বা বাইক চালানোর কাজ করলে একটু সচেতন থাকবেন আর দিনের রোদে বেশিক্ষণ না থাকাই ভালো। সবাই নিরাপদে থাকুন আর উপভোগ করুন আবহাওয়ার আপডেট। আজকের মত এটুকু কালকে আবার আবহাওয়ার নতুন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন