![]() |
Ali and Lovely -Jump and Volt |
আলী এবং লাভলী অষ্টম এবং সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী । আলী যার নাম মহম্মদ আজহারউদ্দিন (১২)এবং লাভলী হলো জেসিকা খান(১১) আজ খুবই জনপ্রিয় হয়ে গেছে ।
শূন্যে বাতাসে ভোল্ট খেয়ে তারা মুগ্ধ করে দিচ্ছে ।
এই আলীও লাভলি থাকে কলকাতার বন্দর এলাকার হাইট রোডের বস্তি এলাকায়।
সেখানেই সংঘ মিত্র বিদ্যালয় এ পড়ে । আলিরবাবা মজদুর এর কাজ করেন লোডিং আনলোডিং করেন।
লাভলীর বাবা পেশায় একজন ড্রাইভার।
দারিদ্রতার মধ্য দিয়েই দিন কাটে।
স্থানীয় ডান্স টিচার শেখার রাওয়ের তত্ত্বাবধানে আলী ও লাভলী এতটা এগিয়েছে ।
মিস্টার সেখর তাদেরকে শুধু ডান্স করাতেন না সঙ্গে সঙ্গে সকাল পাঁচটায় বডি ফিটনেস এর জন্য ব্যায়াম করাতেন।
সেখানে তিনি লক্ষ্য করেন 2 ছাত্র-ছাত্রী অনেক এডভান্স। তারপরেই স্পেশালি 6 মাস নজর দেন এদের উপর ।তারপরের পুরো বিষয়টা শুনে নেব নিচে দেওয়া ভিডিওতে স্যারের নিজের মুখ থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন