![]() |
Ranu didi & Atindra da interview at kolkata Uttam Manch |
আজ কলকাতার উত্তম মঞ্চ এবং বাগুইহাটী একটি ক্লাবে রানু দি গান করেন।
সুন্দরভাবে কথা বলে সকলের প্রশংসা কুড়ান তিনি।
অনুষ্ঠান শেষের পরে তপন বাবুএবং অতীন্দ্র বাবু এবং রানু দি আমাদের সঙ্গে কথা বলেন।
তানারা আক্ষেপ করছিলেন ইউটুবের কথা নিয়ে ,বানিয়ে বানিয়ে রানু দির সম্পর্কে অনেক কেক খবর আসছে ।
অতীন্দ্র বাবু তো পরিষ্কারভাবে বলেন যে আমাদের নিজেদের ভিডিও না থাকলে ফেক খবর গুলি না দেখতে
এর মধ্যে খুশির খবর হলো মঙ্গলবার ওনারা মুম্বাই যাচ্ছেন !
নিচে দেওয়া ভিডিওতে অতীন্দ্র বাবু এবং রানুদি যে মত প্রকাশ করেছেন সারা দিনের অনুষ্ঠানের তা তুলে ধরলাম ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন