![]() |
রানু দিদি ভাইরাল হয়ে গেছে আজ-Indiatost24 |
পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু দিদি লতা মঙ্গেশকর জির গান করে ভাইরাল হয়ে গেছে আজ।
তানার অতীত সম্বন্ধে বলতে গেলে গান ভক্ত ছিলেন উনি। সময় পেলেই নিজেই গানি করে যেতেন।
আমরা যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি !
রানু মন্ডল ছোটবেলা থেকেই গান বাজনা করতেন এবং তার লাইফের একটা টাইম ফ্যামিলির সঙ্গে মুম্বাইতে কাটিয়েছেন।
যেকোনো কারণেই তানার একটি মানসিক ভারসাম্য সমস্যা ঘটে তারপর থেকেই তিনি পরিবার ছাড়া স্টেশন চত্বর গান গেয়ে ঘুরে বেড়াতেন।
ঠিক সেই মুহূর্তেই কিছু ব্যক্তি উনার পাশে এসে দাঁড়ান এবং সোশ্যাল মিডিয়ায় উনার এই যে লুকিয়ে থাকা প্রতিভা তুলে ধরেন।তারপরই রানু মারিয়া মন্ডল থেকে তিনি এখন রানাঘাটের সেলিব্রিটি রানু দিদি।সম্মানীও কিছু ব্যাক্তির সাহায্যে অর্থাৎ তাঁদের তত্ত্বাবধানে বর্তমানে রানু দিদি শারীরিক মানসিক ভাবে সুস্থ ।
সব কিছুর পিছনে যে সহযোগিতার হাত সাইতান ক্লাব এর,নিঃসন্দেহে তারা ধন্যবাদ পাওয়ার অপেক্ষা রাখে না।
তপন দাস এবং রূপেশ বাবুর কথা সকলের আগে।
আজ রানু মন্ডল ওরফে রানু দিদি সেলিব্রিটি হয়ে গেছেন।
নিচে দেয়া ভিডিওটিতে তপন বাবু এবং রানু দিদি থেকে আমরা দিদির অতীত,বর্তমান এবং ফিউচার প্লান সম্বন্ধে বেশ কিছু তথ্য পেয়েছি তা তুলে ধরলাম ধন্যবাদ!!
Ranu Didi-Ranaghater Ranu di-রানু দিদি viral হয়ে গেছে আজ-Indiatost24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন