Adsence

বুধবার, এপ্রিল ১৭, ২০১৯

Phone privacy

Phone privacy

Phone privacy:আপনার ফোনের প্রাইভেসি বজায় রাখুন। এখন বিষয় হল আমরা কি ভাবে ফোনের প্রাইভেসি হারাচ্ছি চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। 

প্রথমত আমরা যখন কোন অ্যাপ ইন্সটল করি পার্মিশন চায় না জেনে না বুঝে কখন লোকেশন কখনো আমাদের ফোনের মাইক্রোফোন কখনো আমাদের ফোনের ক্যামেরার অ্যাক্সেস টা সেই অ্যাপ্লিকেশন কে দিয়ে দিই। এখন বিষয় হল অ্যাক্সিস গুলো দিচ্ছি তারা কি বিশ্বস্ত, আমরা কি  সেফ আছি। 

এসব নানা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এখন আমাদের করণীয় কি, যা হওয়ার তা তো হয়েই গেছে। 
হ্যাঁ আমরা মনে করলে এখনই আমরা দেখে নিতে পারব যে আমরা কোন কোন অ্যাপ কে আমাদের অ্যাকসেস দিয়েছি এবং প্রয়োজন  মত সেগুলি বন্ধ করেও নিতে পারব।

প্রথমে যেটা করতে হবে আমাদের মোবাইলে সেটিংসে যেতে হবে, তারপর অ্যাপস এ যেতে হবে, তারপরে প্রাইভেসিতে যাব সেখান থেকেই মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন ইত্যাদি অ্যাক্সিস গুলো যে যে অ্যাপস থেকে বন্ধ করতে চাই সেগুলো থেকে বন্ধ করে প্রাইভেসি বজায় রাখতে পারি। 
আজকের দিনে অনলাইন প্রাইভেসি একটি বিশেষ জিনিস। নিচে দেওয়া ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ধন্যবাদ।
Phone privacy

২টি মন্তব্য:

whatsapp