Adsence

শুক্রবার, এপ্রিল ১৯, ২০১৯

Benefits of walking

Benefits of walking
Benefits of walking:সুস্থ থাকার জন্য আমরা কি না করছি। শরীর চর্চা থেকে শুরু করে নানা রকম অপারেশন পর্যন্ত করে থাকি নিজেদের কে সুস্থ রাখার জন্য। আমরা প্রত্যেকেই চাই সুস্থভাবে বেঁচে থাকতে এই সুস্থভাবে বেঁচে থাকার জন্য এত কিছুর প্রয়োজন হয় না।

 যে জিনিস গুলো করলেই সুস্থ থাকা যায় যেটা আমাদের রোজকার কাজের মধ্যে পড়ে আমরা সেইগুলোই এড়িয়ে যাই বা জানিনা। 
সমীক্ষায় দেখা যায় যে, যারা পরিশ্রম করেন তারা  বেশি  দিন বাঁচেন। চিকিৎসকদের ভাষায় বলতে গেলে যে কথাটা উঠে আসে সেটা হল সুস্থভাবে বেশিদিন বাঁচতে গেলে অন্তত পক্ষে 30 মিনিট হাঁটা খুবই জরুরী। বিশেষ  করে যারা মানসিক পরিশ্রম করে তাদের শরীরের ক্ষয় হয় না 

কিন্তু পরিশ্রম একটা জরুরী বিষয়। এই 30 মিনিট হাটার মধ্যে দিয়েই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। হাঁটার 
মধ্য দিয়ে আমাদের হাড় মজবুত হয়, শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরে যায়, তাছাড়া হার্টের  রোগ , টাইপ টু ডায়াবেটিস অস্টিওপোরেসিস এবং কয়েক ধরনের ক্যান্সারের প্রতিরোধ করে এই হাটা।

 সারাদিনে 30 মিনিট হাঁটা ই আমাদেরকে সুস্থ এবং দীর্ঘজীবী করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন