Adsence

সোমবার, এপ্রিল ০১, ২০১৯

How to talk and present to camera

হাউ টু টক এন্ড প্রেজেন্ট টু ক্যামেরা
How to talk and present to camera
হাউ টু টক এন্ড প্রেজেন্ট টু ক্যামেরা, আমরা ক্যামেরার সামনে নিজেকে কি ভাবে প্রেজেন্ট করবো এবং কিভাবে কথা বলব। 
প্রথমেই যে বিষয়টা বলতে হয় সেটা হলো যে সাবজেক্ট নিয়ে কথা বলা হবে যেটার উপর কমপ্লিট নলেজ আমাদের দরকার। আমাদের যদি ইনফর্মেশন গত  ঘাটতি থাকে তাহলে সেই সাবজেক্ট নিয়ে আমরা অনর্গল কথা বলতে পারব না। আত্মবিশ্বাস হচ্ছে বড় জিনিস ক্যামেরার সামনে কথা বলার জন্য। তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় জড়িত আছে যেগুলো আমাদেরকেই ঠিক করে নিতে হবে। অনেকেই কিন্তুনার্ভাস হয়ে পড়ে, সেটা বুঝবেন কিভাবে দেখুন আপনি যেভাবে কথা বলেন তার থেকে যদি বেশি জোরে জোরে কথা বলেন বা তা গতি কমে যায় তাহলে বুঝবেন আপনি নার্ভাস হয়ে পড়েছেন। 


আর এই সময় জাস্ট যে বিষয়টা করণীয় এক কাপ কফি খেয়ে নেন, গলাটা ঝেড়ে নেন। কথা বলতে বলতে অবশ্যই মনে রাখবেন আপনার সামনে ক্যামেরা নয় আপনার বন্ধু আছে তার সাথে আই কন্টাক্ট রেখে কথা বলুন একই লেভেল মেনটেন করে। অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ একটিভ থাকবে অর্থাৎ হাত মুখ কথার সঙ্গে সঙ্গে মুভমেন্ট হওয়া চাই। 
আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হল, ভয়েজ ক্লিয়ার হওয়া চাই যাতে সকলেই বুঝতে পারে। আর এটার জন্য যেটা করতে হবে আপনাকে আগে ভিডিও করে নিতে হবে এবং আপনার ভিডিও আপনাকেই দেখতে হবে এটা হচ্ছে আসল পদ্ধতি। প্রয়োজনে আপনার প্র্যাকটিস ভিডিও গুলো অনলাইনে ছাড়েন এবং বলুন দেখবেন তার মধ্যে কিছু ব্যাক্তি অবশ্যই কমেন্ট করবে এবং সে কমেন্ট গুলোই হবে আপনার আগিয়ে যাওয়ার রসদ। 
GOOGLE ADSENCE Ad MIDD:
ক্যামেরার সামনে কথা বলার সময় অবশ্যই ছোট ছোট বাক্য ব্যবহার করবেন বলতেও সুবিধা হবে আর যারা ভিডিও দেখবে তাদের বুঝতে সুবিধা হবে। 

অবশেষে যে বিষয়টা আলোচনা করা প্রয়োজন সেটা হল ব্যাকগ্রাউন্ড টা সঠিক পছন্দ করবেন, লাইটটা খেয়াল রাখবেন যাতে ভিডিওটা সুন্দর হয় এবং নিজেকে প্রাণবন্ত ভাবে তুলে ধরা যায় । 
আর বাহ্যিক দিক গুলির মধ্যে ভিডিও চলাকালীন ফোন সাইলেন্ট রাখতে হবে , আলাম না বেজে ওঠে,পারিপার্শ্বিক শব্দ যাতে কম আসে ইত্যাদি বিষয়ে নজর রাখা একান্ত কাম্য।
How to talk and present to camera

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন