Adsence

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০১৯

Catch fish with net 2019 Bengali-Indiatost24

Indiatost24
Catch fish with net 2019/Bengali-Indiatost24
  Catch fish with net 2019/Bengali !!! এখন চৈত্র মাস, অর্থাৎ গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মের এক দুপুরে গ্রামের বাগানবাড়িতে মাছ ধরার এক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। 

আমার সহযোগীকে বলাতে সে বাজার থেকে দু কিলো গ্রাম কারগিল খাবার নিয়ে আসলো মাছের জন্য। তার পর দেখলাম সেই  খাবার ছড়িয়ে  দিল পুকুরের কয়েকটা  ধারে। অপেক্ষা করতে হলো কুড়ি থেকে 25 মিনিট ব্যাস তারপর জাল নিল একের পর এক খেপ  ফেলল। 


মজার বিষয় হলো এখানে যে একই খেপের মধ্যে পোনা মাছ , রুই মাছ , কাতলা মাছ, ছাটি চিংড়ি মাছ সবই উঠলো সঙ্গে উঠলো কই মাছ ও। 
এখানে একটা জিনিস আমি দেখলাম সেটা হল মাছ ধরতে গেলে তাকে চার দিতে হয়, জাল ফেলার বিশেষ কায়দা  আছে। 
কখনো কখনো জাল টানা বন্ধ রেখে অন্য সহযোগী কে জলে নামিয়ে জাল থেকে পালা ছাড়াবার বেপারও থাকছে আবার কখনো জাল চেপে জলে ডুব দিয়ে মাছ হাত দিয়ে জাল থেকে বার করে নিচ্ছে সে সব মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা কিছুটা আমি নিচের ভিডিওতে তুলে ধরলাম!!!
Catch fish with net 2019/Bengali !

৩টি মন্তব্য:

whatsapp