How to make intro by mobile using kinemaster video editing app /2019
মোবাইল দিয়ে কিভাবে ইন্ট্রো বানানো যায় এবং সেই ইন্ট্রো আমরা ইউটিউবে ব্যবহার করব। আমরা ইন্ট্রো ডাউনলোড করলাম এবং সেই ইন্ট্রো নিয়ে ইউটিউবে লাগিয়ে দিলাম তাতে আমাদের ইউটিউব চ্যানেলটির ক্ষতি হতে পারে।
তাহলে আমরা কিভাবে এই ইন্ট্রো ডাউন লোড করব, কিভাবে সেটা চ্যানেলের নাম দিয়ে তৈরি করব এবং ভিডিও তে ব্যবহার করব এগুলো নিয়েই আজকের আলোচনা।
প্রথমে আমাদের ইউটিউব টা ওপেন করতে হবে এবং সার্চে গিয়ে লিখতে হবে ইন্ট্রো উইদাউৎ টেক্সট। ইন্টোর লিস্ট চলে আসছে কিন্তু এটা থেকে আমরা ডাউনলোড করব না। আমাদের যেটা করতে হবে মোবাইলের একেবারে উপরের ডান দিকে কন্নারে থ্রি লাইনস দেখতে পাবো সেই থ্রি লাইনস এ টাচ দেব। সেখানে একটা পেজ খুলে যাবে সেই পেজের মধ্যে লেখা থাকবে ক্রিয়েটিভ কমন্স আমরা সেটাই টাচ দেব এবং এপ্লাই করব। তারপরে পেজটি রিফ্রেশ হয়ে আমাদের কাছে যে ইন্ট্রো গুলো চলে আসবে যে কোন একটা পছন্দ মত ডাউনলোড করে নেবো।
কাইনমাস্টার দিয়ে কিভাবে এই ইন্ট্রো আমাদের চ্যানেলের নাম দিয়ে বানাবো সেটা এবার আলোচনা করছি।
কাইনমাস্টার ওপেন করার পরে এমটি প্রজেক্টে টাচ দিব, তারপর যথারীতি মিডিয়াতে যাবো এবং সেখান থেকে আমাদের ফাইল এর মধ্যে ঢুকে যেখানে ডাউনলোড করা আছে ওই ইন্ট্রো টা সেটা নিয়ে নেব।
ইন্টর যতটা অংশ আমরা ব্যবহার করতে চাই ততটা সিলেক্ট করে নেব এবং সুবিধামতো চ্যানেল এর নামটা যে জায়গায় দিলে ঠিক লাগবে সেখানে দেব দিয়ে ইন্টো তৈরি করে নেব। নিচে ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর সেটা করলাম।
How to make intro by mobile
মোবাইল দিয়ে কিভাবে ইন্ট্রো বানানো যায় এবং সেই ইন্ট্রো আমরা ইউটিউবে ব্যবহার করব। আমরা ইন্ট্রো ডাউনলোড করলাম এবং সেই ইন্ট্রো নিয়ে ইউটিউবে লাগিয়ে দিলাম তাতে আমাদের ইউটিউব চ্যানেলটির ক্ষতি হতে পারে।
তাহলে আমরা কিভাবে এই ইন্ট্রো ডাউন লোড করব, কিভাবে সেটা চ্যানেলের নাম দিয়ে তৈরি করব এবং ভিডিও তে ব্যবহার করব এগুলো নিয়েই আজকের আলোচনা।
প্রথমে আমাদের ইউটিউব টা ওপেন করতে হবে এবং সার্চে গিয়ে লিখতে হবে ইন্ট্রো উইদাউৎ টেক্সট। ইন্টোর লিস্ট চলে আসছে কিন্তু এটা থেকে আমরা ডাউনলোড করব না। আমাদের যেটা করতে হবে মোবাইলের একেবারে উপরের ডান দিকে কন্নারে থ্রি লাইনস দেখতে পাবো সেই থ্রি লাইনস এ টাচ দেব। সেখানে একটা পেজ খুলে যাবে সেই পেজের মধ্যে লেখা থাকবে ক্রিয়েটিভ কমন্স আমরা সেটাই টাচ দেব এবং এপ্লাই করব। তারপরে পেজটি রিফ্রেশ হয়ে আমাদের কাছে যে ইন্ট্রো গুলো চলে আসবে যে কোন একটা পছন্দ মত ডাউনলোড করে নেবো।
কাইনমাস্টার দিয়ে কিভাবে এই ইন্ট্রো আমাদের চ্যানেলের নাম দিয়ে বানাবো সেটা এবার আলোচনা করছি।
কাইনমাস্টার ওপেন করার পরে এমটি প্রজেক্টে টাচ দিব, তারপর যথারীতি মিডিয়াতে যাবো এবং সেখান থেকে আমাদের ফাইল এর মধ্যে ঢুকে যেখানে ডাউনলোড করা আছে ওই ইন্ট্রো টা সেটা নিয়ে নেব।
ইন্টর যতটা অংশ আমরা ব্যবহার করতে চাই ততটা সিলেক্ট করে নেব এবং সুবিধামতো চ্যানেল এর নামটা যে জায়গায় দিলে ঠিক লাগবে সেখানে দেব দিয়ে ইন্টো তৈরি করে নেব। নিচে ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর সেটা করলাম।
How to make intro by mobile
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন