![]() |
Gmail password change in mobile |
যদি সেটা গুগল এর প্রোডাক্ট আমরা ইউজ করি তাহলে আমরা বলি জিমেইল।
আজ আলোচ্য বিষয় হল জিমেইলের পাসওয়ার্ড কেমন ভাবে চেঞ্জ করা যায়। একেবারে সত্য কথা বলতে গেলে জিমেইল এর মধ্যে ঢুকে কোনোভাবেই পাসওয়ার্ড চেঞ্জ অপশন খুজে পাওয়া যায় না। কিন্তু গুগলের এই প্রোডাক্ট এর পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে একাউন্ট ডট গুগোল ডট কম এ ঢুকতে হয় আর সেখানেই পাসওয়ার্ড চেঞ্জ হলে, সব জায়গায় পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়।
কারণ আমরা জানি আমরা যদি কোন দেক্সটপ, ল্যাপটপ বা এন্ড্রয়েড মোবাইলে জিমেইল লগইন করে থাকি সেটা লক আউট না করলে প্রাইভেসি চলে যায়। অনেক সময় অনেকে পাসওয়ার্ড হ্যাক করে নেয় অর্থাৎ একটা রিক্স থেকে যায় যাবতীয় তথ্য হস্তান্তরিত হয়ে যাওয়ার।
কিন্তু মজার বিষয় এটা আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করে দিই ভুল করেও অন্য কোন মেশিনে বা মোবাইলে লগইন করে থাকি দ্বিতীয় বার কেউ সেখানে চেষ্টা করলেও আমার জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না।
আসল কথা হলো কিছুদিন পর পর জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করা উচিত সিকিউরিটি পারপাজ এর জন্য। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হল মোবাইলের ক্রোম ব্রাউজার এ যেতে হবে এবং নতুন পেজ নিতে হবে।
সেখানে লিখতে হবে একাউন্ট ডট গুগোল ডট কম তারপর যে জিমেইল এর আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই সেই জিমেইল দিয়ে লগইন হতে হবে, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব মোবাইলের উপরের দিকে বেশ কয়েকটি অপশন খুলে যাবে তারমধ্যে সিকিউরিটিতে ক্লিক দিতে হবে। পেজ খুলে যাবে আমাদের সামনে যেখানে লেখা থাকবে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে আমাদের ক্লিক দিতে হবে তারপরই দেখতে পাবো নিউ পাসওয়ার্ড দেওয়ার জায়গা দিচ্ছে এবং তার নিচে কনফার্ম পাসওয়ার্ড তারপর নিচে থাকা চেঞ্জ পাসওয়ার্ড এ ক্লিক দিতে হবে। আমি পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ নিচের ভিডিওটিতে তুলে ধরলাম।
Gmail password change in mobile
Ok
উত্তরমুছুন