Adsence

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

ডায়াবেটিস ও ডাক চকলেট!

ডায়াবেটিস মানে মিষ্টি খাওয়া চলবে না কিন্তু শুনলে অবাক হবেন ডায়াবেটিস রোগীরাও মিষ্টিমুখ করতে পারেন ডাক চকলেট দিয়ে। 

বিশেষজ্ঞদের মতে ডাক চকলেটের থাকা কোক ডায়াবেটিস থেকে আসা অনেক রোগ থেকে দূরে রাখবে আপনাকে। 'রেটিনোপ্যাথি'  একটি কমন রোগ, যেখানে চোখের রেটিনা নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রে পুরোপুরি অন্ধ ও হয়ে যায়।


 বিশেষজ্ঞরা বলছেন ডাক চকলেটে থাকা কোক আপনাকে দূরে রাখবে এই অসুখ থেকে। এবার জেনে নিই কি আছে কোকে : কোকে আছে পলিফেনোল ও তেমোব্রোমিন যা ডায়াবেটিস ও ডায়াবেটিস থেকে আসা রোগের প্রকোপ থেকে রক্ষা করে।


তবে অবশ্যই মনে রাখতে হবে বাজারের চকলেটে চলবে না। আপনাকে খেতে হবে কারণ ডাক চকলেটের রয়েছে 70% কোকো পাউডার। খেয়াল রাখবেন বেশি নয় দিনে 1 বা 2 টুকরো

আমরা যদি 100 গ্রাম বার ডাক চকলেট নিই
দেখবো 70 থেকে 85 শতাংশ কোকো আছে এর মধ্যে।
11 গ্রাম ফাইবার আছে
67%  আর ডি আই ফর আয়রন
58 % আর ডি আই ফর ম্যাগনেসিয়াম
89%আর ডি আই ফর কপার
98% আর ডি আই ফর ম্যাঙ্গানিজ
তা ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে পটাসিয়াম , ফসফরাস, জিঙ্ক এবং সোডিয়াম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন