Adsence

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

The beauty of Digha

ওয়েস্ট বেঙ্গল এর মেদনাপুর ডিস্ট্রিকের দিঘা সিবিচ হল একটি জনপ্রিয় জায়গা! কলকাতা থেকে কমবেশি 185 কিলোমিটার! সী বিচ টা ওল্ড দিঘা এবং তার থেকে দু কিলোমিটার দূরত্বে নিউ দীঘা নিয়ে পরিচিত! 

ব্যক্তিগত আমার অভিজ্ঞতা অনুযায়ী অল্ড দীঘায় রেস্টুরেন্ট অর্থাৎ খাওয়া-দাওয়ার তারিফ না করে পারা যায় না। অন্যদিকে নিউ দীঘা এক হাদি গড়ে উঠেছে সুন্দর থাকার ব্যবস্থা অর্থাৎ হোটেল। পরিচ্ছন্ন দৃশ্য ধারী দারুন কমিউনিকেশন সব মিলিয়ে সুন্দর একটি টুরিস্ট স্পট।

 দীঘায় বেশ অনেক বেড়ানোর জায়গা আছে তারমধ্যে উদয়পুর বিচ, তালসারি বিচ, শংকরপুর বিচ, আমরাবতী পার্ক, বিশেষ উল্লেখযোগ্য। দিঘা বিচ এবং তার চারদিকে গড়ে ওঠা সুপরিকল্পিতভাবে রেস্টুরেন্ট এবং হোটেল অবশ্যই সুনামের জায়গা কেড়ে নেয়!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন