Adsence

রবিবার, মার্চ ০৮, ২০২০

Law Student Md Nur Hosain Zamadar Speak for India 2020

এমডি নুর হোসেন জমাদার এর কাছ থেকে আজ শুনে নেবো তানার  সম্বন্ধে কিছু অজানা কথা

"speak for india " আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় | কলকাতা শহরতলি থেকে বহুদূরে ,  সুন্দরবন এলাকার এক গ্রামের ছেলে আমি | জন্ম এক জমিদার পরিবারে হলেও জমিদারিত্বের লেশমাত্র আমি দেখিনি | আমার গ্রামে না আছে ভালো স্কুল,  না আছে ভালো রাস্তাঘাট,  না আছে ভালো হসপিটাল | আমার গ্রামের মানুষের জীবনটা অনেক সংগ্রামের |

আমি চার বছর বয়স থেকে শিক্ষার জন্য গ্রাম থেকে বহু দূরে থাকি | আমার জীবনের বহু অংশ কেটেছে মাওলানা আজাদ একাডেমীতে, আর এখান থেকেই আমার জীবনের নতুন যাত্রা শুরু হয় |
মূলত আমার বন্ধুদের , আমার শিক্ষকের  এবং আমার প্রিয়জনদের অনুপ্রেরণাই আমার জীবনের মূল শক্তি | 


"speak for india " তে আমি হয়তো প্রথম বা দ্বিতীয় হতে পারিনি, তবে এ রাজ্যে 18000 ইউনিভার্সিটি লেভেলের  স্টুডেন্টদের মধ্যে, রাজ্যে সেরা 8 জনের মধ্যে স্থান পাওয়ায় এবং গ্রান্ড ফাইনালে অংশ গ্রহণ করতে পারায় আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করছি | সত্যি কথা বলতে " speak for india "একটি বৃহৎ ক্ষেত্র, এমন একটি বৃহৎ প্রোগ্রামে আমার ভাষা স্থান পাবে এবং আজকের "TIMES OF INDIA " আর 6 পাতায় আমার নাম জ্বলজ্বল করবে এটিও ভাবিনি | 

আমার এই ক্ষুদ্র যাত্রা পথের একমাত্র অনুপ্রেরণা হলো আমার প্রিয় জন আমার গুরুজন এবং আমার বন্ধুরা | আমি সারা জীবন সাধারণ মানুষের ভাষাকে ফুঁটিয়ে তুলতে চাই আর সকলের হৃদয়ে বাস করতে চাই | সকলের প্রতি আমার অশেষ ভালোবাসা রইলো |
ভিডিও লিংক : https://youtu.be/v-Zn_wa-JN4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন