এমডি নুর হোসেন জমাদার এর কাছ থেকে আজ শুনে নেবো তানার সম্বন্ধে কিছু অজানা কথা
"speak for india " আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় | কলকাতা শহরতলি থেকে বহুদূরে , সুন্দরবন এলাকার এক গ্রামের ছেলে আমি | জন্ম এক জমিদার পরিবারে হলেও জমিদারিত্বের লেশমাত্র আমি দেখিনি | আমার গ্রামে না আছে ভালো স্কুল, না আছে ভালো রাস্তাঘাট, না আছে ভালো হসপিটাল | আমার গ্রামের মানুষের জীবনটা অনেক সংগ্রামের |
আমি চার বছর বয়স থেকে শিক্ষার জন্য গ্রাম থেকে বহু দূরে থাকি | আমার জীবনের বহু অংশ কেটেছে মাওলানা আজাদ একাডেমীতে, আর এখান থেকেই আমার জীবনের নতুন যাত্রা শুরু হয় |
মূলত আমার বন্ধুদের , আমার শিক্ষকের এবং আমার প্রিয়জনদের অনুপ্রেরণাই আমার জীবনের মূল শক্তি |
"speak for india " তে আমি হয়তো প্রথম বা দ্বিতীয় হতে পারিনি, তবে এ রাজ্যে 18000 ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের মধ্যে, রাজ্যে সেরা 8 জনের মধ্যে স্থান পাওয়ায় এবং গ্রান্ড ফাইনালে অংশ গ্রহণ করতে পারায় আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করছি | সত্যি কথা বলতে " speak for india "একটি বৃহৎ ক্ষেত্র, এমন একটি বৃহৎ প্রোগ্রামে আমার ভাষা স্থান পাবে এবং আজকের "TIMES OF INDIA " আর 6 পাতায় আমার নাম জ্বলজ্বল করবে এটিও ভাবিনি |
আমার এই ক্ষুদ্র যাত্রা পথের একমাত্র অনুপ্রেরণা হলো আমার প্রিয় জন আমার গুরুজন এবং আমার বন্ধুরা | আমি সারা জীবন সাধারণ মানুষের ভাষাকে ফুঁটিয়ে তুলতে চাই আর সকলের হৃদয়ে বাস করতে চাই | সকলের প্রতি আমার অশেষ ভালোবাসা রইলো |
ভিডিও লিংক : https://youtu.be/v-Zn_wa-JN4
"speak for india " আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় | কলকাতা শহরতলি থেকে বহুদূরে , সুন্দরবন এলাকার এক গ্রামের ছেলে আমি | জন্ম এক জমিদার পরিবারে হলেও জমিদারিত্বের লেশমাত্র আমি দেখিনি | আমার গ্রামে না আছে ভালো স্কুল, না আছে ভালো রাস্তাঘাট, না আছে ভালো হসপিটাল | আমার গ্রামের মানুষের জীবনটা অনেক সংগ্রামের |
আমি চার বছর বয়স থেকে শিক্ষার জন্য গ্রাম থেকে বহু দূরে থাকি | আমার জীবনের বহু অংশ কেটেছে মাওলানা আজাদ একাডেমীতে, আর এখান থেকেই আমার জীবনের নতুন যাত্রা শুরু হয় |
মূলত আমার বন্ধুদের , আমার শিক্ষকের এবং আমার প্রিয়জনদের অনুপ্রেরণাই আমার জীবনের মূল শক্তি |
"speak for india " তে আমি হয়তো প্রথম বা দ্বিতীয় হতে পারিনি, তবে এ রাজ্যে 18000 ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের মধ্যে, রাজ্যে সেরা 8 জনের মধ্যে স্থান পাওয়ায় এবং গ্রান্ড ফাইনালে অংশ গ্রহণ করতে পারায় আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করছি | সত্যি কথা বলতে " speak for india "একটি বৃহৎ ক্ষেত্র, এমন একটি বৃহৎ প্রোগ্রামে আমার ভাষা স্থান পাবে এবং আজকের "TIMES OF INDIA " আর 6 পাতায় আমার নাম জ্বলজ্বল করবে এটিও ভাবিনি |
আমার এই ক্ষুদ্র যাত্রা পথের একমাত্র অনুপ্রেরণা হলো আমার প্রিয় জন আমার গুরুজন এবং আমার বন্ধুরা | আমি সারা জীবন সাধারণ মানুষের ভাষাকে ফুঁটিয়ে তুলতে চাই আর সকলের হৃদয়ে বাস করতে চাই | সকলের প্রতি আমার অশেষ ভালোবাসা রইলো |
ভিডিও লিংক : https://youtu.be/v-Zn_wa-JN4
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন