Adsence

শুক্রবার, এপ্রিল ১২, ২০১৯

Sundarban Tour

Sundarban Tour
Sundarban Tour ,সুন্দরবন! এই সুন্দরবনের কথা উঠলেই প্রথমেই যে কথা বলতে হয় : সুন্দরবন হলো world's লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। আর এই ফরেস্টেদেখা মেলে সেই বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের। 

কলকাতা থেকে 109 কিলোমিটারের মতো দূরত্ব সুন্দরবনের। সাইনসিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে সিদা বাসন্তী, বাসন্তি ব্রিজ টপকে মসজিদ বাটি। এই মসজিদ বাটির নদীর এই পার বাসন্তী থানা এবং অপর পার গোসোবা থানা। 

আমরা প্রথমে একটা লঞ্চ ঠিক করলাম সঙ্গে নিলাম গাইড এবং রান্না করার ঠাকুর  কে। লঞ্চ ছাড়ার পূর্বেই বাজার সেরে ফেলতে হবে প্রয়োজনীয় খুঁটিনাটি জিনিসপত্র কিনে নিতে হবে। ব্যাস তারপর এক এক করে সারাদিন জলের উপর দিয়ে লঞ্চ চলতে থাকবে টুরিস্ট স্পট গুলোতে থামবে।

 সুন্দরবন ন্যাশনাল পার্ক, নেট তো পানি, সুধান্যাখালি ওয়াচ টাওয়ার, কানাক, সজনেখালি ওয়াচ টাওয়ার, টাইগার রিসাভ, হলিডে আইল্যান্ড, তিন কোনা আইল্যান্ড, হিরণ পয়েন্ট ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। 

সর্বোপরি একটা কথা বলা যায় তিন দিন সুন্দর ভাবে ঘুরে কাটানো যায় এখানে। সুন্দর থাকা খাওয়ার হোটেল এর ব্যবস্থা আছে পাখিরালয়ে । নিচের ভিডিওটিতে আমি কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন