Adsence

রবিবার, এপ্রিল ২১, ২০১৯

How to take a screenshot on desktop

How to take a screenshot on desktop
আমাদের কাজ করতে করতে প্রায়ই স্ক্রিনশট এর প্রয়োজন হয়। হাতে যদি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে সহজেই আমরা এই স্ক্রিনশটটা নিয়ে নিই। কিন্তু যদি ডেক্সটপ বা ল্যাপটপে কাজ করি সে ক্ষেত্রে একটু সমস্যা হয়। 
আজকের আলোচনার বিষয় হল কিভাবে ডেক্সটপ থেকে থার্ড পার্টি কোন সফটওয়্যার না ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া যায়। 

প্রথমে যেটা করতে হবে সেটা হল, ডেক্সটপ এ  যেটা স্ক্রিনশট নিতে চাই সেই স্কিন টা আনতে হবে। 

তারপর যথারীতি গিয়ে প্রিন্ট স্ক্রিন এ  একবার প্রেস করতে হবে, তারপর স্টার্ট মেনু তে চলে আসতে হবে হবে। পেইন্ট অপশনটি ওপেন করতে হবে, তারপর কন্ট্রোল ভি একবার প্রেস করতে হবে ব্যাস স্ক্রিন শট  সামনে এসে যাবে। 

সেভ করার সময় লোকেশন চাইবে আমরা ডেক্সটপে সেভ করে নিতে পারি।  
নিচের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম ধন্যবাদ।

২টি মন্তব্য:

whatsapp