Adsence

মঙ্গলবার, অক্টোবর ০৭, ২০২৫

Dell 13th Gen i3 Laptop – অফিস, স্টাডি ও এন্টারটেইনমেন্টের জন্য সেরা চয়েস!

 


হ্যালো ফ্রেন্ডস,আজকে আমারা দেখব নতুন Dell 13th Gen i3 Laptop-এর Unboxing! প্রথমেই বলতে হয় – বাক্স খুলতেই চোখে পড়বে একদম ক্লিন ও প্রিমিয়াম ডিজাইন। Dell সব সময়েই তাদের ল্যাপটপে একটা প্রফেশনাল লুক ধরে রাখে, আর এই মডেলটাও তার ব্যতিক্রম নয়।

ল্যাপটপটি হাতে নিলেই বুঝবেন, এটা হালকা ওজনের কিন্তু বিল্ড কোয়ালিটি দারুণ শক্ত। স্ক্রিনে রয়েছে FHD Display, যার কালার আর ব্রাইটনেস একেবারে চোখ ধাঁধানো। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ডেলের ল্যাপটপ ব্যবহার করে আসছি। এতে কাজ করা, সিনেমা দেখা, কিংবা অনলাইন ক্লাস করা – সব জায়গায় দেবে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ।

পারফরম্যান্সের দিক থেকেও এই Dell i3 ল্যাপটপ একেবারে দারুণ। এতে রয়েছে 8GB RAM এবং 512GB SSD, ফলে Windows খুলতে বা ফাইল ট্রান্সফার করতে কোনো দেরি হয় না। মেশিনটা সত্যিই ফাস্ট, অফিসের কাজ হোক বা হালকা ভিডিও এডিটিং, সব সহজেই করা যায়।

আর সবচেয়ে ভালো লাগবে এর keyboard feel – টাইপ করতে লাগছে একদম মাক্ষণ, যারা ব্লগ লেখেন আমাদের মত বা পড়াশোনা করেন তাদের জন্য একদম পারফেক্ট চয়েজ। ব্যাটারি ব্যাকআপও ভালো , সহজেই ৫-৬ ঘণ্টা পর্যন্ত চলে যায়।

সব মিলিয়ে বলতে হয়, এই Dell 13th Gen i3 Laptop দাম অনুযায়ী একদম ভ্যালু ফর মানি প্রোডাক্ট। যারা প্রথমবার ল্যাপটপ কিনতে চাইছেন বা একটি স্মার্ট ও নির্ভরযোগ্য ডিভাইস খুঁজছেন – তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট চয়েস। নিচের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আনবক্সিং দেখালাম, ব্লগ টি ভালো লাগলে প্লিজ শেয়ার দেবেন, ধন্যবাদ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন