সাহিউদ্দিন জমাদার:
যৌবনে অজানা কত কল্পনা করি হৃদয়ের মাঝে মোরা প্রেম যে গড়ি|
রামধনু রঙে মোরা সাজাই তাকে হৃদয়ে তার ছবি নয়ন আঁকে|
নয়নে জলছবি সদা ভাসে শরতের শিশির যেমন সবুজ ঘাসে,
চাইছে হৃদয় তার কল্পনা ভাষাতে
যৌবনের পথ চেয়ে প্রেম লাভের আশাতে|
প্রেমের মিলনে আসে হৃদয়ে ফুলশয্যা
নয়নের দর্শনে ভাঙ্গে যৌবনের লজ্জা।
সোহাগ ছুঁয়েছে ঐ কোমল ঠোঁটে
সুবাসিত ফুল যেন হৃদয়ে ফোটে|
কবিতা বইয়ের আমাজন লিংক👇
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন