![]() |
Cyclone Fani//সাইক্লোন ফনি-indiatost24 |
আজ থেকে 10 বছর পিছনের যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে 25 এ মে 2009 সালে আইলা ঝড় এসে ছিল । যার গতিবেগ ছিল ঘণ্টায় 100 থেকে একশ কুড়ি কিলোমিটারের মতো।
বিশেষ করে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল জন জীবনের বিপর্যয় ঘটেছিল।
কিন্তু আজ যে ফনির কথা বলা হচ্ছে অলরেডি যেটা উড়িষ্যায় বয়ে চলেছে আর যার ঘন্টার গতিবেগ হচ্ছে 175 থেকে 195 তা আরো সাংঘাতিক। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ওখানে। ইলেকট্রিক, ইন্টারনেট ,ট্রেন ,প্লেন ইত্যাদি পরিষেবা বন্ধ আছে।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ফনি ওয়েস্ট বেঙ্গলের উত্তর এবং পূর্ব মেদনাপুর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলায় বিশেষ প্রভাব ফেলবে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় 80 থেকে 100 কিলোমিটারের মতো।
আমাদের কালবৈশাখী ঝড় কিন্তু 80 থেকে 100 কিলোমিটারের মতো বেগে হয় কিন্তু ব্যাপার হচ্ছে কালবৈশাখী স্থায়ী হয় 1 থেকে 2 মিনিট আর সেই জায়গায় ফনি সাইক্লোন স্থায়ী হচ্ছে সাড়ে 4 ঘণ্টার মত।
গতকাল বাংলাদেশের চট্টগ্রামে ঝড়ের একটা ব্যাপকতা দেখা দিয়েছিলো বেশ কিছু ক্ষয়-ক্ষতি ঘটেছে ওখানে।
আমাদের যেটা করতে হবে টিভি, রেডিও , সোশ্যাল মিডিয়া থেকে ঝড় তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ এ দিকে চোখ রাখতে হবে।
প্রয়োজনীয় জিনিসপত্র সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে যেমন দেশ্লাই,মোমবাতি ,লাইট ইত্যাদি ইত্যাদি।
পানীয় জলের সুব্যবস্থা করে রাখতে হবে, এটা কেবল ঝড় হওয়ার পূর্বে নয় ঝড় থেমে গেলেও কারণ পানীয় জলটা বুঝে খাওয়ার প্রয়োজন আছে। ঝড়ের সময় পাইপলাইন ফেটে গিয়েও খারাপ জল ঢুকে যেতে পারে পানীয় জলের মধ্যে।
বিশেষ করে সতর্ক থাকতে হবে ঝড়ের সময় কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা চলবে না মোবাইল , ফ্রিজ, এসি, টিভি যেটাই হোক না কেন।
অবশ্যই মনে রাখতে হবে ঝড়ের পূর্বে বৈদ্যুতিক যন্ত্রগুলি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে।
চেষ্টা করতে হবে বাড়ির মধ্যে থাকার কোন গাছের নিচে বা কোন জলপথ এই সময় এড়িয়ে চলতে হবে। দরজা-জানলা বন্ধ রাখতে হবে মাটির বাড়ি বা ভাঙ্গা বাড়িতে আশ্রয় নেওয়া চলবেনা আর ছাদের ধারে বা জানলার কাছে বসা চলবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন