Adsence

মঙ্গলবার, মার্চ ১২, ২০১৯

How to protect channel from SPAM !!!

   স্প্যাম শব্দটির সঙ্গে আমরা ইউটিউবাররা খুবই পরিচিত । কিন্তু আমাদের অজান্তেই কিছু ছোট ছোট ভুলের কারণে আমাদের চ্যানেল এ ফ্লাগ আসে। আমরা যদি একটু সচেতন হই তাহলে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। এখন বিষয়টি হলো কি কি ভুল হয় আমাদের দিয়ে। 


প্রথমত: আমরা প্রায়ই কোন ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে গিয়ে লিখে দিলাম সাব টু সাব। এটা চলবে না এটাই স্প্যাম হিসেবে ধরা হয়।

 দ্বিতীয়তঃ আমরা প্রায়ই কিছু সাবস্ক্রাইবের আশায় চ্যানেল লিংক ছেড়ে আসি, এটা চলবে না।

 তৃতীয়তঃ আমরা মোবাইল নাম্বার ছেড়ে আসি এটাও স্প্যাম হিসেবে ধরা হয়। কোন বড় চ্যানেল যদি একটা রিপোর্ট করে তাহলে আমাদের চ্যানেলটি বন্ধ ও হয়ে যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন