প্রিয় বন্ধুরা Indiatost 24 এই ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ ১১ই অক্টোবর ২০২৫, প্রতিদিনের মতো দেখে নেব কলকাতাতে সোনার কি দর চলছে।
গত এক সপ্তাহে সোনার দামের ধারাবাহিক ঊর্ধ্বগতি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের দুর্বলতা ও বিনিয়োগকারীদের সেফ হ্যাভেন চাহিদা বৃদ্ধির ফলে এই দাম বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
দেশের বাজারেও প্রতিদিন সামান্য করে সোনার মূল্য বাড়তে দেখা যাচ্ছে। আগামিদিনে এই ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ ২৪ ক্যারেট গোল্ড এর এক গ্রামের দাম চলছে ১২,৪২৬ টাকা এবং ১০ গ্রামের দাম ১ লক্ষ ২৪ হাজার ২৬০ টাকা।
২২ ক্যারেট গোল্ড এর এক গ্রামের দাম চলছে ১১,৩৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ১ লক্ষ ১৩ হাজার ৯০০ টাকা।
এবার চলে আসি এক ভরির দামে।
২২ ক্যারেট গোল্ড এর এক গ্রাম দামের সঙ্গে 11.664 গ্রাম গুনিত করলে আমরা এক ভরির দাম পাই।
জি এস টি, ট্যাক্স, মেকিং চার্জ ছাড়া আজ এক ভরি প্রাইস হল ১ লক্ষ 32 হাজার 852 টাকা ৯৬ পয়সা ।
নিচের ভিডিওটিতে আরো বিস্তারিত দেখিয়ে দিলাম ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন