সোনার দাম শুধু বাড়েনি, বদলেছে মানুষের ভাবনাও — বিগত কয়েক বছরে সোনা হয়ে উঠেছে শুধু অলঙ্কার নয়, এক অদৃশ্য বিনিয়োগের প্রতীক।
সময়টা ২০১৯ সাল তখনও আমরা কেউই ভাবিনি যে একদিন ছোট্ট গ্রাম্য দোকানের কাচের আলমারিতে রাখার সোনার গয়নার দাম আকাশ ছুঁয়ে যাবে।
তখনকার দশ গ্রামের দাম আর এখনকার দশ গ্রামের দাম সত্যিই যেন জানলে বিশ্বাস করতে অসুবিধা হবে । বছর ঘুরছে আর পরিস্থিতি বদলাচ্ছে কখনো বিশ্ব অর্থনীতি, কখনো মুদ্রায় স্মৃতি, আবার কখনো রাজনৈতিক টানা পড়ন আর এইসবের প্রভাব পড়ছে সোনার উপরে অদ্ভুত দামের একটা হাইক আমরা দেখতে পাচ্ছি।
কলকাতা মানুষ বরাবরই সোনার প্রতি একটু আলাদা আবেগ রাখে বিয়ে, উৎসব, পুজো প্রতিটা মুহূর্তেই সোনার উপস্থিতি যেন শুভ লক্ষনের প্রতীক কিন্তু এই গত কয়েক বছরে যে উত্থান তা শুধু অর্থনীতি নয়। আমাদের জীবনের এক প্রতিচ্ছবি।
২০১৯ থেকে ২০২৫ এই সাত বছরের দাম যখন বেড়েছে তেমনি মানুষের ভাবনাও বদলেছে, আগে যেখানে সোনা মানে ছিল গহনা এখন অনেকেই একে দেখছেন বিনিয়োগ হিসাবে, আজ কিনলে কাল দাম বাড়বে কি এমনই প্রশ্নটা যেন প্রতিদিনের চিন্তায়!
আমি এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরব ২০১৯ থেকে ২০২৫ এর আজ দিন পর্যন্ত কলকাতা সোনার দামের একটা বাৎসরিক গড় দাম - কোন বছরে কেমন ছিল।
নিচের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করলাম।👇
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন