Adsence

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪

নিম কি?




নিম বা অজাদিরচতা ইন্ডিকা মেলিআসিয়া নামের মেহেগনি প্রজাতিভুক্ত গাছ।  এতে 40 টি বিভিন্ন রোগ নিরাময় হতে পারে বলে মনে করা হয়। ভারতে এই গাছের নানা নাম, "অলৌকিক গাছ", "দিব্য গাছ", "সর্বরোগনিরাময়ী", "অকৃতির ঔষধালয়", "গ্রামীণ ফার্মাসি", "সর্বরোগহর", "সর্বরোগহারি" ইত্যাদি।নিমের তৈরী উপাদানের ঔষধিগুণ প্রমাণিত, কেননা এটা পরজীবিনাশক, ছত্রাকনাশক, ডায়বেটিস প্রতিরোধক, ব্যাক্টেরিয়া নাশক ও ভাইরাস নাশক, এছাড়া এতে রক্তের দূষণ দূর করা যায়। আয়ুর্বেদিক ওষুধের একটি প্রধান উপাদান এবং বিশেষত এটি ত্বকের রোগে প্রয়োগের পরামর্শ দেওয়া হয়।বহুবিধ ওষুষ তৈরী করার জন্য এই গাছের সরকটি অংশ (বীজ, পাতা, ফুল, ছাল) ব্যবহার করা হয়। নিম গাছের কয়েকটা অংশ কীটনাশক হিসাবেও ব্যবহার করা যায়। নিম তেল দিয়ে সাবান, শ্যাম্পু, মলম, ক্রিম ইত্যাদি তৈরী করা হয় এবং ব্রণের চিকিৎসা ও ত্বকের নমনীয়তা বজায় রাখার জন্য বিশেষ উপযোগী হয়।
 নিমের পাতার জলীয় নির্যাসে গুরুত্বপূর্ণ ডায়বেটিসহর গুণ পাওয়া গিয়েছে। আগেকার দিনে নিমের কাঠি চিবিয়ে দাঁত পরিষ্কার করা হত। ব্রণের নিরাময় করতে নিম পাতা বাটা ত্বকে লাগানো হয়। নিম রক্তের সুগার কম করে, যা ডায়বেটিসে আক্রান্ত রোগীদের জন্য খুব লাভদায়ক হতে পারে।
 নিম উপকারিতা: ডায়বেটিসে উপকারি কারণ এটা রক্তেশর্করা অর্থাৎ সুগারের মাত্রা কম করে।
Organic Soap 
ত্বকের সমস্যা আটকাতে উপযোগী। 
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে।
রক্ত বিষক্রিয়াশূণ্য করে।
শ্বাসপ্রশ্বাস, রক্তসঞ্চালন প্রণালী ও পাচনতন্ত্র সুস্থসবল রাখে। নিম নিম্নলিখিত ক্ষেত্রে উপযোগী হতে পারে: ডায়বেটিস, ব্রণ, একজিমা, ডার্মিটাইটিস, ত্বকের সমস্যা, চুলের সমস্যা, রক্তদূষণ, সংক্রমণ ইত্যাদি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন